চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে

আবারও ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ০৩:৫১ PM

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪ জন মারা গেছেন। এটি এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গুতে ২১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা) দেশে ডেঙ্গু রোগে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ৩৪৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ২৭৪ জন ভর্তি হন।


নভেম্বরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে ১৭২ জনের মৃত্যু হলো। চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হলো ১ হাজার ৫২০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ লাখ ৯৬ হাজার ৬৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৪ হাজার ৫৭৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ১ লাখ ৯২ হাজার ৮৯ জন।


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে- ৩৯৬ জনের। আর গত মাসে মারা গেছেন ৩৫৯ জন। এর আগে আগস্টে ডেঙ্গুতে মৃত্যু হয় ৩৪২ জনের। চলতি বছরের মার্চ মাস ছাড়া সব মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেখেছে দেশ।