ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল!

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১২:০৬ PM

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আন্দোলনের সময় ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছে স্থানীয় আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভৈরবের দুর্জয় মোড়ে গণঅধিকার পরিষদ ভৈরব শাখার সমন্বয়ক ও জেলা আন্দোলনের নেতা ইমতিয়াজ আহমেদ কাজলের আহ্বানে এই মিছিল অনুষ্ঠিত হয়। জেলা আন্দোলনের নেতা নজরুল ইসলাম জিহাদের নেতৃত্বে দুর্জয় মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–সিলেট মহাসড়ক ঘুরে পুনরায় দুর্জয় মোড়ে এসে শেষ হয়।

জেলা আন্দোলন নেতা নজরুল ইসলাম জিহাদ বলেন, জেলা চাই, মামলা নয়! ভৈরববাসীর ন্যায্য দাবি জেলা ঘোষণার বিষয়টি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রেলপথ অবরোধের সময় ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

মিছিলে রাতুল, রাহুল পারভেজসহ অর্ধশতাধিক আন্দোলনকারী অংশ নেন। মশাল মিছিল চলাকালে ভৈরব থানা–পুলিশ ও সেনা টহল দলকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, রাত সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা মশাল মিছিল বের করেন। পুলিশ ও সেনাবাহিনীর কড়া নজরদারির মধ্যে প্রায় ১৫ মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়।

প্রসঙ্গত, কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনে রেলপথ অবরোধের একপর্যায়ে উপকূল এক্সপ্রেস ট্রেনে ইট-পাথর নিক্ষেপের ঘটনায় অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে থানায় এই মামলা দায়ের করেছেন রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ।