এবার রাজধানীর শাহবাগ থানার ডাম্পিং গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৪, ০৪:০১ PM

গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। ভয়াবহ এই আগুনে ৪৬ জন নিহত হন। এর পরে দেশের আরও কয়েকটি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে। এবার রাজধানীর শাহবাগ থানার পিছনে রাখা ডাম্পিং (পরিত্যক্ত) গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৫ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহবাগ থানার পেছনে জব্দ করা গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।