এবার রাজধানী খিলক্ষেতের কাঁচাবাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৬ AM

রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। তবে হতাহতের কোনো খবর মেলেনি। 

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ওই কাঁচাবাজারে আগুন দেখা যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ৫টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় ভোর ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস বলছে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় কয়েকটি ভাঙারি ও চায়ের দোকান পুড়ে গেছে। আগুন সম্পূর্ণভাবে নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে গতকাল রাজধানীর মিরপুরের রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।