ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই যোদ্ধারা

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে।
পরিবারের সদস্য হিসেবে শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী, ছেলে ও মেয়ে এই সুবিধার আওতায় পড়বেন। তাদের অনুপস্থিতিতে ভাই বা বোনরাও এই সুবিধা পেতে পারেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।