পুষ্পা টু'র প্রিমিয়ারে নিহত মহিলা ভক্তের পরিবারকে ২ কোটি রুপে দেওয়ার ঘোষণা
'পুষ্পা টু' সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলা অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনসহ গোটা পুষ্পা টিম। এই ঘটনাকে কেন্দ্র করে একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে।
আপাতত জামিনে জেল থেকে রেহাই পেয়েছেন পুষ্পা। এর আগে কারাগার থেকে বেরিয়ে গোটা ঘটনার জন্য দুঃখও প্রকাশ করেছিলেন আল্লু অর্জুন ও ছবির প্রযোজক।
তবে এতেও সমস্যা মেটেনি। সম্প্রতি পুলিশি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু।
এবার নিহত মহিলা ভক্তের পরিবারকে ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ ছবির প্রযোজক।
সিনে পর্দায় শত্রু দমনে 'ঝুঁকতে' দেখা যায়নি 'পুষ্পা' ওরফে আল্লু অর্জুনকে। গুলি চলেছে, বোম ফেটেছে। তবুও পুষ্পা 'ঝুঁকেগা নেহি'। 'পুষ্পা টু'-তে সাহস দশগুণ বাড়িয়ে 'ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার' হিসেবেই ধরা দিয়েছেন অভিনেতা।
কিন্তু বাস্তবে আইনের কাছে মাথা নিচু করতেই হলো আল্লু অর্জুনকে। নিজেকে নির্দোষ দাবি করে জামিন নেওয়ার পর এবার নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ২ কোটি রুপি অর্থ সাহায্য করলেন তিনি।
প্রসঙ্গত, গেল ৫ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে 'পুষ্পা টু: দ্য রুল।' তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয়েছে আল্লু অর্জুনের।
প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় করে। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। রেবতীর ৯ বছরের শ্রী তেজ এখনও হাসপাতালে সংকটজনক অবস্থায়।
এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে তার তো কোনও হাত নেই।
নারী ভক্তের মৃত্যুর খবর কানে যেতেই ভিডিওবার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। মৃতার পরিবারকে নাকি তিনি ২৫ লাখ টাকাও দেওয়ার আশ্বাস দেন। তার আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার। আর এবার ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু।