গ্রেপ্তার-রিমান্ড-জামিন; যা ঘটছে পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের জীবনে
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে নিয়ে গত কয়েকদিন আলোচনা তুঙ্গে। তবে তার পুষ্পা সিনেমার কারণে নয়, বরং সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর কারণে। 'পুষ্পা টু' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর নিম্ন আদালত আল্লু অর্জুনকে ১৪ দিনের রিমান্ডে দেয়। তবে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) পরিবারের লোকজনের উপস্থিতিতে জুবিলি হিলসের বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গ্রেপ্তারের পর অভিনেতাকে স্থানীয় নামপল্লি আদালতে তোলা হয়। পরে আদালত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
এদিকে, আদালত কর্তৃক ১৪ দিনের হেফাজতে পাঠানোর পর দক্ষিণী তারকা আল্লু অর্জুন তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। খবর: ইন্ডিয়া টুডের।
আল্লুকে গ্রেপ্তার করে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে নিম্ন আদালতে হাজির করেছিল তেলঙ্গানা পুলিশ। এই আদালত অভিনেতার ১৪ দিনের জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। এরপর হাইকোর্টের দ্বারস্থ হলে আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন মঞ্জুর করে তেলেঙ্গানা হাইকোর্ট। জামিনের আগেই আল্লু অর্জুন হায়দরাবাদ সেন্ট্রাল জেলে পৌঁছান।
হায়দরাবাদ পুলিশ আগেই জানিয়েছিল, থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় এই মামলা রুজু করে পুলিশ। তদন্ত শুরু হয়। গোটা ঘটনার নেপথ্যে দায়ী যারা, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দরাবাদ পুলিশের ডিসি।
অন্যদিকে, আল্লু অর্জুনের গ্রেপ্তারের পর মৃত নারীর স্বামী জানিয়েছেন, আল্লু অর্জুনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিতে চান তিনি। পদদলিত হয়ে তার স্ত্রীর মৃত্যুর ঘটনায় আল্লুকে দায়ী করতে চান না তিনি।
মৃতা রেবতির স্বামী ভাস্কর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, আমরা ওইদিন সন্ধ্যা সিনেমা হলে গিয়েছিলাম, কারণ আমার ছেলে পুষ্পা সিনেমাটি দেখতে চাচ্ছিল। আল্লু অর্জুন ওইদিন হলে আসার পর যা ঘটেছে, এতে তার কোনো দোষ নেই। আমি মামলা তুলে নিতে প্রস্তুত। আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হবে, এমন তথ্য পুলিশ আমাকে জানায়নি। হাসপাতালে বসে আমি টিভিতে খবরটি দেখেছি।
এদিকে, মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১ হাজার ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার সিনেমাটি। আয় ১৭ শ’ কোটি রুপি ছাড়াবে।