আল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ; পাথর নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ AM

পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে গিয়ে বেশ ঝামেলায়ই পড়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের হায়দরাবাদের জুবিলি হাউসে হামলা চালিয়েছেন একদল বিক্ষোভকারী। অভিনেতার বাড়িতে পাথ ছুড়ে মেরেছেন বিক্ষুব্ধ জনতা।। 

হায়দরাবাদের থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলা ভক্তর মৃত্যুর ঘটনার পরই রবিবার (২২ ডিসেম্বর) অভিনেতার বিচারের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। 

ঘটনার পরপরই আল্লু অর্জুন সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাবো, তারা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন। যেটা তারা সবসময়ই করে থাকেন। অনলাইন বা অফলাইনে কোনও অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকুন।’

শুধু তাই নয়, আল্লু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন কোনও ভুয়া প্রোফাইল থেকে তার ভক্ত সেজে যদি কেউ এমন কোনও কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন। 

নিজের ভক্তদের উদ্দেশে তার অনুরোধ, ‘এ ধরনের কোনও কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়বেন না।’

এদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি সম্প্রতি বিধানসভায় আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। পুষ্পা টু-এর প্রিমিয়িারে পদপিষ্ট হয়ে নারী ভক্তের নিহতের ঘটনায় সরাসরি অভিনেতাকে দায়ী করেছেন তারা। 

তেলেঙ্গানা বিধানসভায় মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং আকবরউদ্দিন ওয়াইসি অভিযোগে বলেছেন, সন্ধ্যা থিয়েটারের প্রিমিয়ার উপলক্ষ্যে জমায়েতের মধ্যে এক মহিলা পদপিষ্ট হয়ে মারা যান এবং তার সন্তান গুরুতর আহত হন। এই ঘটনা শোনার পর আল্লু নাকি তার দিকে একবার চেয়ে মুচকি হেসে বলেছিলেন, ‘যে এবার ছবি সত্যিই হিট হবে।’

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, কোনোরকম পুলিশি অনুমতি ছাড়াই আল্লু অর্জুন সেই রোড শো করেছেন। এমনকী এই ঘটনায় অভিনয়শিল্পীদের আল্লুর পাশে দাঁড়ানোয় কঠোর সমালোচনা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর এমন অভিযোগের জবাবে শনিবার রাতে জুবিলি হিলসের বাড়িতে আল্লু অর্জুন সংবাদ সম্মেলন করেছেন। যেখানে তিনি দাবি করেন, নারী ভক্তের মৃত্যুর ঘটনায় এমন কোনো মন্তব্যই করেননি তিনি।

আল্লু অর্জুন বলেন, ‘প্রেক্ষাগৃহ আমার কাছে মন্দিরের মতো। তাই এরকম ঘটনা আমাকে কষ্ট দেয়। কিন্তু এই বিষয়ে প্রচুর ভুল তথ্য রয়েছে, বেশ কিছু বিষয়ে ভুল তথ্য প্রচারিত হচ্ছে। আমি অত্যন্ত অপমানিতবোধ করছি। আর এটা তো স্পষ্ট চরিত্র হননের চেষ্টা। আমাকে মানুষ ২০ বছর ধরে চেনেন, আমি কি এরকম কথা বলতে পারি? আমি তো নিজের কাজেও যেতে পারছি না।’ 

আল্লু আরও বলেন, বিগত ২০ বছরে এরকম কোনো ঘটনা ঘটেনি, আমি প্রেক্ষাগৃহে যাওয়ার কথা ভাবলে এতটাও অসচেতন হই না।

তার এই মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার আল্লু অর্জুনের বাড়ির সামনে পাথর ছুঁড়ে হামলা চালালো বিক্ষোভকারীরা।