জয়া বচ্চনকে অসভ্য মহিলা বললেন কঙ্গনা
-1131034.jpg?v=1.1)
দিল্লিতে সংসদ ভবনের বাইরে তৃণমূলের প্রতিবাদে যোগ দিয়েছিলেন অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন। এ সময় হঠাৎ তারই দলের এক কর্মী পাশে এসে সেলফি তুলতে চাইলে ক্ষুব্ধ জয়া সরে দাঁড়ান এবং ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন।
শুধু ধাক্কাই নয়, এরপর তাকে কঠোর ভাষায় গালিও দেন জয়া বচ্চন। আর সেই এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তৈরি হয় প্রচুর সমালোচনা।
এ নিয়ে অনেকে জয়ার আচরণকে সমালোচনা করেন। তাদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী ও মান্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত।
সামাজিক মাধ্যমে জয়াকে উদ্দেশ্য করে কঙ্গনা লিখেছেন, ‘অত্যন্ত অসভ্য ও সুবিধাবাদী মহিলা। মানুষ তার রুক্ষ আচরণ সহ্য করেন শুধু তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী বলেই। লাল শাড়ি ও সমাজবাদী পার্টির টুপি পরে তাকে লাল ঝুঁটিওয়ালা মোরগের মতো লাগছে। ধিক্কার।’
এর আগে জয়া বচ্চনকে একাধিকবার মিডিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গেছে। কখনও সাংবাদিক পড়ে গেলে ব্যঙ্গ করেছেন, কখনও অনুষ্ঠানস্থলে ফটোশিকারিদের ‘অনুপ্রবেশকারী’ বলেছেন। এবার বিনা অনুমতিতে সেলফি তোলার চেষ্টা জয়া বচ্চনের বিরক্তির কারণ হয়ে দাঁড়াল।