তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়; ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:২১ AM

তীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। দুই দিনের তাপমাত্রা বাড়ার পর, বর্তমানে পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

আজ রবিবার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকালে তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, তীব্র শীতের কারণে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষত খেটেখাওয়া মানুষজন বিপাকে পড়েছেন, কারণ তীব্র ঠাণ্ডার কারণে বাইরে কাজ করতে বের হতে পারছেন না। তাঁরা শীত নিবারণের জন্য খরকুটো জ্বালিয়ে চেষ্টা করছেন। এ ছাড়া, শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষত শিশু ও বৃদ্ধদের মধ্যে। গুরুতর অসুস্থ রোগীরা হাসপাতাল ভর্তি হচ্ছেন।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ গণমাধ্যমে জানান, দুই দিন পর আবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের পর এখন ৭ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করছে, ফলে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে।