রিমাল নিয়ে আর আপডেট দেবে না আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ১১:৪৬ AM

গতকাল রাতে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এরপর উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বর্তমানে এটি স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর ধীরে ধীরে আরও দুর্বল হচ্ছে। ফলে এ নিয়ে আর আপডেট দেবে না আবহাওয়া অফিস।

আজ সোমবার (২৭ মে) সকাল আবহাওয়া অফিসের সবশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর -১৯) এসব তথ্য জানানো হয়েছে।    

এতে বলা হয়, ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।
  
এ পরিস্থিতিতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
আর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
  
তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
 
এ অবস্থায় এই সিরিজে আর কোনো আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করা হবে না বলে জানানো হয়েছে।