ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোর থেকেই রাজধানীতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল এরই মধ্যে উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকায়ও বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত থেকে আবহাওয়া কিছুটা বৈরি থাকলেও ঢাকায় রেমালের পুরোপুরি প্রভাব দেখা যায় সোমবার সকালে।
আজ সোমবার (২৭ মে) ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে। এতে বিপাকে পড়েছে অফিসগামী মানুষ ও শ্রমজীবীরা।
ঢাকা ছাড়াও দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় এখনও ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
গতকাল রবিবার বিকেল ও সন্ধ্যা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা বাগেরহাট, ভোলা, পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় চলেছে রেমালের তাণ্ডব। বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মোবাইলে চার্জ না থাকায় অনেকে যোগাযোগ বিচ্ছিন্ন।
রাজধানীতে থাকা অনেকেই দুর্গত এলাকায় থাকা পরিবার ও আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না। তাদের সময় কাটছে আতঙ্ক আর উদ্বেগে।
রবিবার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। ফলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলীয় বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত। বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসেরও সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে বসত বাড়ি ও ফসলের মাঠ।