আর কতদিন থাকবে ঘন কুয়াশা; যা জানালো আবহাওয়া অফিস
রাজধানী ঢাকাসহ বেশ কিছু জায়গায় ঘন কুয়াশার কারণে আজ ভোর থেকেই সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশার সঙ্গে ছিল মৃদু বাতাস। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আজ রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ও অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক পরিবহন চলাচল ব্যহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়া ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল চট্টগ্রামের শীতাকুন্ডে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে আবহাওয়া অফিস জানায়, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় আগামী ২ থেকে ৩ দিন কুয়াশা আরও বড়বে। এতে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, আগামী অন্তত ৭ থেকে ১০ দিনে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা তারা দেখছেন না। ডিসেম্বরে এখনও শৈত্যপ্রবাহ হয়নি তাই জানুয়ারিতে স্বাভাবিকভাবেই একটা শৈত্যপ্রবাহ হবে এমন প্রত্যাশা করা যায়। কিন্তু এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি।
শনি ও রবিবার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে।
এদিকে বছরের শেষ দিনে রোববার (৩১ ডিসেম্বর) সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার রাজধানীর অবস্থান শীর্ষ দুইয়ে। সকাল ৮টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচক এ তথ্য জানিয়েছে।
তালিকায় আজ সবার শীর্ষে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২৫০, অর্থাৎ সেখানকার বাতাস নগরবাসীর জন্য খুবই অস্বাস্থ্যকর। পাশাপাশি দুই নম্বরে থাকা ঢাকার বাতাসের মানের স্কোর, ২৪৮। এই মানও নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।