বাংলাদেশ ভ্রমণে সতর্কতার লেবেল কমালো জাপান
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভ্রমণ সতর্কতা দিয়েছিল জাপান। তবে এবার বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ সতর্কতা কমিয়েছে দেশটি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা লেভেল ২ থেকে লেভেল ১ -এ উন্নীত করেছে দেশটি।
জাপানে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. ইমরানুল হাসান জানান, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা লেভেল ২ থেকে লেভেল ১-এ উন্নীত করেছে। জুলাই ও আগস্টে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি মাসে জাপান বাংলাদেশের ওপর লেভেল ২ ভ্রমণ সতর্কতা জারি করেছিল।
জাপান নিজ দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণে চার ধরনের ভ্রমণ সতর্কতা জারি করে থাকে। লেভেল ৪ হলো সর্বোচ্চ সতর্কতা। আর লেভেল ১ সর্বনিম্ন সতর্কতা।
লেভেলে ১ -এ সাবধানে থাকতে বলা হয়েছে। আর লেভেল ২-এ অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।