ডুবে যাচ্ছে রাঙামাটির ঝুলন্ত সেতু!

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০৬:৫৯ PM

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে গেছে। এর ফলে রাঙামাটির পর্যটনের প্রতীক হিসেবে পরিচিত ঝুলন্ত সেতু আংশিকভাবে পানিতে ডুবে গেছে। এতে সেতুতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর থেকে এমন দৃশ্য দেখা গেছে।

পর্যটন ঘাট বোট চালক সমিতির নেতা মো. সালাউদ্দিন জানান, বৃষ্টিপাত এভাবে চলতে থাকলে এক-দুই দিনের মধ্যেই ঝুলন্ত সেতুটি সম্পূর্ণভাবে পানির নিচে চলে যেতে পারে। সেতুটি ডুবে গেলে রাঙামাটির পর্যটন ব্যবসায় বড় ধরনের ধস নামবে বলে আশঙ্কা করছেন তিনি।

এ বিষয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটি শাখার ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, উজান থেকে নেমে আসা পানির প্রবাহের কারণে সেতুর পাটাতন ইতোমধ্যেই পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৫.২৬ এমএসএল। এ সময় সাধারণত পানির স্তর থাকার কথা ৮৮.৪৯ এমএসএল। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিট দিয়ে মোট ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল হলেও পানির উচ্চতা ১০৫ এমএসএল ছাড়ালেই প্রতিবছর ঝুলন্ত সেতুটি পানির নিচে চলে যায়। যদিও বিভিন্ন উন্নয়ন সংস্থা সেতুটি পুনঃনির্মাণ বা সংস্কারের উদ্যোগের কথা বলেছে, তবে বাস্তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।