আইফোন তৈরিতে চীনের বিকল্প হতে যাচ্ছে ভারত!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৯ AM

চীন-যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধের প্রেক্ষিতে আইফোন উৎপাদনের বিকল্প স্থান হিসেবে ভারতকে বেছে নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে আইফোনের অধিকাংশ চাহিদা মেটানো হবে ভারতের কারখানায় তৈরি ফোন দিয়ে, যেখানে আগে এই উৎপাদন হতো চীনে। অতিরিক্ত শুল্ক এড়াতে অ্যাপল চীন থেকে উৎপাদন ভারতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (২৫ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।

গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিতে বিভিন্ন মাত্রার পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় চীনও আমেরিকান পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কয়েক দফায় একে অন্যের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে দেশ দুটি। বর্তমানে চীনের ওপর ২৪৫ শতাংশ শুল্কারোপ বহাল রয়েছে।

প্রাথমিকভাবে স্মার্টফোনের মতো প্রযুক্তি পণ্যকে পাল্টা শুল্কের বাইরে রাখলেও পরবর্তীতে ট্রাম্প প্রশাসন জানিয়ে দেয়, প্রযুক্তি পণ্যের ওপর আলাদা করে শুল্ক আরোপ করা হবে কয়েক মাসের মধ্যেই। অর্থাৎ, চীনে তৈরি আইফোন দিয়ে আমেরিকার বাজারে আইফোনের চাহিদা মেটাতে হলে সেখানে আইফোনের দাম কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। আর সে কারণেই চীন থেকে আইফোনের উৎপাদন পর্যায়ক্রমে অন্য দেশে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 

ট্রাম্পের পাল্টা শুল্কনীতিতে ভারতের ওপরও অতিরিক্ত শুল্কের (২৬ শতাংশ) কথা উল্লেখ আছে। তবে চীনের তুলনায় সেটা অনেক কম। আর সে কারণেই চীনের পরিবর্তে ভারত থেকে আইফোন আমদানির পরিকল্পনা করছে অ্যাপল। সেক্ষেত্রে স্থানীয় বাজারে আইফোনের দাম গ্রাহকের নাগালের মধ্যেই রাখতে সক্ষম হবে তাঁরা। 

উল্লেখ্য, পাল্টা শুল্কনীতি ঘোষণার প্রেক্ষাপটে অ্যাপল ভারত থেকে ৬টি কার্গো বিমানে করে ২ বিলিয়ন ডলার মূল্যের আইফোণ আমেরিকায় নিয়ে গেছে। উদ্দেশ্য পাল্টা শুল্ক আরোপ কার্যকর হওয়ার আগেই শুল্কমুল্ক আইফোন আমেরিকায় নিজেদের কাছে মজুদ রাখা, যাতে করে স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখা যায়।

আইফোনের উৎপাদন ভারতে সরিয়ে নেওয়ার বিষয়ে অ্যাপল এবং অ্যাপল পণ্যের চুক্তিভিত্তিক নির্মাতা ফক্সকন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ভারতের চুক্তিভিত্তিক নির্মাতা টাটা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, আমেরিকার বাজারে বছরে ৬০ মিলিয়ন বা ৬ কোটিরও বেশি আইফোন বিক্রি হয়, যার ৮০ শতাংশই বর্তমানে উৎপাদিত হয় চীনে।

সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দেশকে বিশ্বের কাছে স্মার্টফোন উৎপাদনের কেন্দ্র হিসেবে তুলে ধরেছে। তবে ভারতের বাজারে স্মার্টফোন উৎপাদনের কিছু চ্যালেঞ্জও রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, অন্যান্য অনেক দেশের তুলনায় মোবাইলের সরঞ্জাম আমদানিতে উচ্চ শুল্ক। এ কারণে চীনের তুলনায় ভারতে স্মার্টফোনের উৎপাদন খরচ ৫-৮ শতাংশ বেশি হয়ে থাকে। সূত্র বলছে, কিছু কিছু ক্ষেত্রে চীনের চেয়ে ১০ শতাংশ পর্যন্ত খরচ বেশি হয়ে থাকে।

পাল্টা শুল্কারোপের প্রেক্ষাপটে ইতোমধ্যেই ভারতে ফক্সকন ও টাটার কারখানাতে আইফোনের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ভারতে বর্তমানে আইফোন তৈরি হয় ফক্সকন ও টাটার তিনটি কারখানাতে। আরও দুটি কারখানা নির্মাণাধীন আছে।  

সূত্র: রয়টার্স