ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ২০২২ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না। শুক্রবার (স্থানীয় সময়) আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

ট্রাম্পও দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে, তাঁর নেতৃত্বে রাশিয়া-ইউক্রেন সংঘাত এড়ানো সম্ভব হতো। পুতিনও সেই দাবিকে এবার সমর্থন দিলেন। রুশ প্রেসিডেন্ট জানান, তিনি তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনকে পরিস্থিতি যেন সামরিক সংঘাতে রূপ না নেয় সে বিষয়ে সতর্ক করেছিলেন।

পুতিন বলেন, ‘আমি মনে করিয়ে দিতে চাই, ২০২২ সালে আমাদের শেষ যোগাযোগের সময় আমি আমার মার্কিন সহকর্মীকে সরাসরি বলেছিলাম যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা যেন না তৈরি হয়। আমি সেসময়ই বলেছিলাম এটা একটি বড় ভুল হবে।’

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার অত্যন্ত ভালো, কর্মভিত্তিক এবং আস্থার সম্পর্ক গড়ে উঠেছে। আমি বিশ্বাস করি এই পথ ধরে এগোতে পারলে আমরা ইউক্রেনের সংঘাতের সমাপ্তির দিকে দ্রুত পৌঁছাতে পারব।’

রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রশংসা করে বলেন, ‘যদিও অতীতে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক কঠিন সময় অতিক্রম করেছে, তবু এখন পরিস্থিতি সংশোধন করা জরুরি।’

যৌথ সংবাদ সম্মেলনে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো না হলেও, পুতিন পরবর্তী বৈঠক মস্কোতে আয়োজনের প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ট্রাম্পও জবাবে বলেন, ‘আমি মনে করি, এটা হতে পারে।’