সরিয়ে দেওয়া হলো সেই প্রকৌশলী তৈমুরকে
বিসিএস (গণপূর্ত) ক্যাডারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৌমুর আলমকে তার বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বদলির এই আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্মসচিব শেখ নুর মোহাম্মদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) তৈমুর আলমকে গণপূর্ত ই/এম সার্কেল-১ থেকে বদলি করে গণপূর্ত ই/এম পিএন্ডডি সার্কেলে পদায়ন করা হয়েছে। প্রকৌশলী তৈমুর আলম বিগত ৩ বছর ৯ মাস গণপূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, গণভবন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রীপাড়া এবং পূর্ত ভবনের ইলেক্ট্রিক কাজের মেরামত এবং কেনাকাটায় কমপক্ষে ৫’শ থেকে ৬’শ কোটি টাকা ব্যয় করেছেন। এসব বিভাগে হওয়ার কাজের তদন্ত করা হবে বলেও পূর্ত মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এর আগে তিনি চট্রগ্রাম সার্কেলে দায়িত্ব পালন করেন।
প্রকৌশলী তৈমুরের স্থলাভিষিক্ত করা হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়েরা বিনতে রেজাকে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।