বাতিল হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মচারি ইউনিয়নের কার্যক্রম
বাতিল হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মচারি ইউনিয়নের কার্যক্রম। সোমবার (০১) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় গৃহায়ন কতৃপক্ষের বিদ্যমান কর্মচারি ইউনিয়ন বাতিল করার জন্য অনুরোধ করা হয়েছিল। তবে এ বিষয়ে কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে বিদ্যমান ইউনিয়নের নিবন্ধন অবিলম্বে বাতিল করার জন্য নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১ (৪) ধারার ৩ নম্বর উপধারা অনুযায়ী সরকার বা সরকারের অধিনস্থ কোন অফিস শ্রম আইনের আওতায় আসবে না।