কারচুপির চেষ্টা হলেও কেন্দ্রে ভোটদান তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে: সিইসি
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, একটা ভোট কারচুপির চেষ্টা হলেও কেন্দ্রে ভোটদান তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হবে।
বরিশাল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সভাকক্ষে শনিবার সকালে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
সিইসি বলেন, এবার একটা ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটদান বন্ধ হবে।
তিনি বলেন, আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে।
সভায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে জানিয়ে প্রার্থীদের সহযোগিতা চান সিইসি। ওই সময় সংশ্লিষ্টদের কঠোরভাবে আচরণবিধি মেনে চলা নিশ্চিত করার নির্দেশও দেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান।