ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের দাবি ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা
_-1210627.png?v=1.1)
ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের আমলে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে—যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন দাবিকে ভিত্তিহীন বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপদেষ্টা আসিফ মন্তব্য না করলেও পারতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যে তালিকাটি এসেছে, সেটি সত্য নয়—শুধু একটি ছাড়া।’
পররাষ্ট্র উপদেষ্টা জানান, ফেনী নদী পানি ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তিটি এখনো বহাল আছে। ২০২২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকও কার্যকর রয়েছে। আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ আমদানির বিষয়টি পুনর্বিবেচনায় রয়েছে, তবে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। শুধু ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে ট্যাগ বোট সরবরাহ চুক্তিটিই বাতিল করা হয়েছে।
এর আগে গত রোববার (১৯ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে, বাকি কয়েকটি পুনর্বিবেচনাধীন।
তিনি ওই পোস্টে ভারতের সঙ্গে চুক্তি ও প্রকল্পগুলোর একটি তালিকাও প্রকাশ করেন। তালিকায় ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ, আশুগঞ্জ–আগরতলা করিডোর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্পসহ একাধিক উদ্যোগকে ‘বাতিল’ হিসেবে উল্লেখ করা হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব তথ্যের বেশির ভাগই সঠিক নয়। কেবলমাত্র জিআরএসই-এর ট্যাগ বোট প্রকল্প বাতিল হয়েছে, বাকি চুক্তিগুলো এখনো বহাল বা পুনর্বিবেচনাধীন রয়েছে।