সপ্তাহব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ পালন করবে সিপিবি
কমিউনিস্ট পার্টি (সিপিবি) ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত মোট সাত দিন দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি পালন করবে। এই অভিযাত্রায় অংশগ্রহণকারীরা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি প্রত্যাহার, জনসাধারণের জান-মালের নিরাপত্তা, চাঁদাবাজি-দখলদারিত্ব-দুর্নীতি-হামলা বন্ধ, জাতীয় সংসদের সুনির্দিষ্ট নির্বাচন তারিখ ঘোষণা এবং শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য দাবি পূরণের জন্য আন্দোলন করবে।
সোমবার (২০ জানুয়ারি) সিপিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিপিবির কেন্দ্রীয় নেতারা সারাদেশে পদযাত্রা ও গণসংযোগে অংশ নেবেন। এ সময় তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ব্যবস্থা পরিবর্তন এবং নীতিনিষ্ঠ রাজনীতির পতাকা উড়িয়ে দেশবাসীকে একত্রিত হওয়ার আহ্বান জানাবেন।
ঢাকায় এই কর্মসূচির প্রথম দিন, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায়, সিপিবির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুরানা পল্টন পর্যন্ত পদযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হবে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ কেন্দ্রীয় নেতারা এই পদযাত্রায় অংশ নেবেন।