বিএনপিতে দখলদার-চাঁদাবাজদের ঠাই নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ AM

দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। বিএনপির নামে বিশৃঙ্খলাকারীদের পুলিশের হাতে তুলে দিতেও নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুর বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় দেবে বিএনপি, এ নিয়ে নেতাদের অযথা বক্তব্য না দেওয়ারও আহ্বান জানান তিনি। 

শনিবার (৩১ আগস্ট) কুমিল্লায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

সম্প্রতি হঠাৎ বন্যায় আক্রান্ত কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন জেলা। শুধু কুমিল্লাতেই বন্যায় আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ। বন্যা আক্রান্তদের সহযোগিতায় শনিবার কুমিল্লায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে কুমিল্লার লালমায় উপজেলায় বন্য দূর্গতদের হাতে ত্রান তুলে দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিতে ডক্টর ইউনুসের সরকারকে সমর্থন করছে বিএনপি।’ এ সরকারের সময়কাল নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য না দিতে নেতাদের প্রতি আহ্বান জানান ফখরুল। এরপর লাঙ্গলকোটে যান মির্জা ফখরুল। সেখানে বন্যা দুর্গতদের হাতে বিএনপির পক্ষ থেকে ত্রাণ তুলে দেন দলটির মহাসচিব।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা ৩১ দফা দিয়েছিলাম রাষ্ট্র সংস্কারের জন্য। আমরা ড. ইউনূসের অন্তবর্তীকালীন সরকারকে সময় দিব। আমরা যাতে নিজেদের ভোট নিজেরা দিতে পারি সে জন্য নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে সময় দিতে হবে সরকারকে।’  

সেখানেও উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘দলে চাঁদাবাজ-দখলদারদের কোন আশ্রয় নেই, যারাই জড়িত তাদের পুলিশে দিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এরপর, কুমিল্লার সুয়াগঞ্জসহ আরো কয়েকটি এলাকায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিরণ করেন মির্জা ফখরুল।

বন্যা শুরুর পর থেকেই বিভিন্ন জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে বিএনপি। তার অংশ হিসেবেই কুমিল্লার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব কর্মসূচিতে যোগ দেয়া নেতা-কর্মীরা জানান, বন্যাসহ যেকোন দূর্যোগে আক্রান্তদের পাশে থাকবে বিএনপি।