বিপুল ভোটে জয়ী হলেন জুনাইদ আহমেদ পলক
দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলক।
রোববার (৭ জানুয়ারি) নাটোরের রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে পলক পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৯১। তার নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের শফিকুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ১৯৯ ভোট।
এ আসনে মোটে ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৪৩০ জন, নারী ১ লাখ ৫৩ হাজার ৩৬২ ও তৃতীয় লিঙ্গের ১ জন।
এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আলতাফ হোসেন ফুলের মালা, আবুল কালাম আজাদ সোনালী আঁশ, আমিরুল ইসলাম ডাব, আব্দুল্লাহ-আল-মামুন ট্রাক, আনোয়ার হোসেন কুলা, আনিসুর রহমান লাঙ্গল ও মিজানুর রহমান হাতুড়ি প্রতীকে শূন্য ভোট পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।
বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।