ঢাকা-১০ আসনে বিপুল ব্যবধানে এগিয়ে ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেক্স অনলাইন ডেক্স
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:২০ PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ। প্রাথমিকভাবে ঢাকা ১০ আসনে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৩৪টি। ফলাফল এসেছে ১০টি কেন্দ্রের। এতে দেখা যায়, ফেরদৌস ৩ হাজার ২৮২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান পেয়েছেন ১২২ ভোট। ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে এই আসন।

নির্বাচনে ফেরদৌসের প্রতিদ্বন্দ্বী রয়েছেন চারজন। তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের শুরুতেই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের পর ভোট দেন সায়মা ওয়াজেদ পুতুলও। সকাল পৌনে ৯টার দিকে শান্তিনগরে ভোট দিয়ে গণমাধ্যমে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়াও সকাল সকাল ভোট দেন বেশ কয়েকজন আলোচিত প্রার্থী এবং মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতা।