জনগণ তাদের আগামী দিনের সরকার পছন্দ করবেন
দীপু মনি বলেন, বিএনপির সঙ্গে লোকজন দেখা যায় না। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ঘোষণা দিয়ে, দুজন-পাঁচজন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে নাশকতা করেন। অসহযোগ মানে নাশকতা নয়। যারা নাশকতা-সহিংসতা করেন তারা যুদ্ধাপরাধীদের দোসর। তারা অসহযোগের মানেও বুজে না। কারণ জনগণের তাদের সঙ্গে নেই।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আগামী দিনের সরকার পছন্দ করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
গত তিনটি জাতীয় নির্বাচনের মতো দ্বাদশ সংসদ নির্বাচনেও জোটবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।