আগামীকাল শনিবার মনোনয়ন ফরম নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সকালে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম কিনবেন তিনি।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
এর আগে, আজ শুক্রবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা হয়।
সভায় শেখ হাসিনা বলেন, ‘অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়, বাংলাদেশে সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে। নির্বাচন জনগণের অধিকার। যাকে ভোট দিয়ে জনগণ নির্বাচিত করবে, তারা দেশ চালাবে।’
তিনি বলেন, ‘বিএনপির আমলে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা (আওয়ামী লীগ সরকার) মানুষের ভেতরে একটা আস্থা, বিশ্বাস অর্জন করতে পেরেছি। একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা কিন্তু বেশ কঠিন।’
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কার্যক্রম শুরু করে দিয়েছে আওয়ামী লীগ। তবে বিএনপি ও সমমনা কয়েকটি দল এই তফসিল প্রত্যাখ্যান করে হরতালের ডাক দিয়েছে।