রাত সাড়ে নয়টায় এনসিপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৯:০০ PM

গাড়িবহরসহ খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তারা খুলনা শহরে প্রবেশ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও তাসনিম জারা খুলনা সার্কিট হাউসে অবস্থান করছেন। আর আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অন্য কেন্দ্রীয় নেতারা শহরের একটি হোটেলে উঠেছেন।

এনসিপির খুলনার মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে খুলনা প্রেস ক্লাবে ব্রিফ করা হবে।

কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবেন কি না, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে বিকেলে খুলনা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দ খুলনা থেকে গোপালগঞ্জে যান এবং সেখান থেকে কেন্দ্রীয় নেতাদের খুলনায় নিয়ে আসেন।