নতুন কর্মসূচি ঘোষণা করল যুবদল

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৬:৩৮ PM

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

রোববার (১৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই কর্মসূচির ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল-দৈনিক বাংলা-প্রেসক্লাব-কদম ফোয়ারা-মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার কর্মসূচিতে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল অংশ নেবে। একই দিনে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।'

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতৃবৃন্দকে তাদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে কর্মসূচি সফলভাবে পালন করার নির্দেশ দিয়েছেন।