রেমিট্যান্সে জোয়ার; ১২ দিনেই এল ১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১১:৪০ PM

গত বছরের আগস্ট থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহে তীব্র বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং এই ধারা এখনও অব্যাহত রয়েছে। চলতি মাসের (জুলাই) প্রথম ১২ দিনে প্রবাসীরা ১০৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা প্রতি ডলার ১২১ টাকার হিসাবে প্রায় ১৩ হাজার কোটি টাকার সমান।

আজ রোববার (১৩ জুলাই) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

সংশ্লিষ্টদের মতে, যদি চলতি মাসের বাকি দিনগুলিতেও এই গতি অব্যাহত থাকে, তাহলে জুলাই মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ২৭৬ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

এদিকে জুনে ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা হয়।