ইশরাককে শপথ পড়াতে আল্টিমেটাম; কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০২:৩১ PM

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না করালে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা।

সোমবার (২৪ মে) সকালে তারা এ সতর্কবার্তা উচ্চারণ করেন।

সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনরত কর্মচারীরা। ফলে টানা ১৩ দিন ধরে নগর ভবনে তালা ঝুলছে এবং সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

সকল প্রস্তুতি সম্পন্ন আছে জানিয়ে আন্দোলনকারীদের দাবি, সরকারের পক্ষ থেকে শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। অতি দ্রত বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ পড়িয়ে তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

 আন্দোলনকারীরা বলেন, যতদিন পর্যন্ত তাঁকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাককে শপথ না পড়ানো হলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবে শ্রমিক কর্মচারীরা।