সেজেছে বাংলার প্রকৃতি
সত্যি যেন নকশিকাঁথার মাঠ
আমাদের দেশের প্রকৃতি সেজে ওঠে আপন রূপে। পল্লী জসীম উদ্দীন এমন রূপ প্রকৃতি মুগ্ধ হয়ে লিখেছেন নকশিকাঁথার মাঠ কবিতা। আজ তেমনি বৈচিত্রময় বাংলার কিছু ছবি দেখব
দেশের উত্তরাঞ্চলের বৃহত্তম জলাভূমি চলনবিল। যেন এক মন ভোলানো পথের শুরু।
হলুদ আভায় কুয়াশাছন্ন পরিবেশ আর কর্মব্যস্ততা মিশেছে একত্রে
রোদের মেলায় ফুলের বনে আলোর খেলা, এমন পরিবেশ প্রাণ জুড়িয়ে দেয়।
মুক্ত মনে চলন বিলে ওড়ে বেড়ায় পাখির দল, যেখানে শীতল চিত্রিত স্বাধীনতা!
এই পথে ছুটে চলার কি এক দারুণ বৈচিত্রময় বাংলার প্রতিচ্ছবি।