ফুল : মাকড়শা হুড়হুড়ি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেক্স জার্নাল ডেক্স
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ১০:৪৫ AM

মাকড়শা হুড়হুড়ি

বৈজ্ঞানিক নাম: Cleome hassleriana (ইংরেজি: spider flower বা spider plant),হচ্ছে Cleomaceae পরিবারের Cleome গণের একটি সপুষ্পক উদ্ভিদের নাম। এরা দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং দক্ষিণপূর্ব ব্রাজিলের স্থানীয় প্রজাতি এটি বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এদের উচ্চতা ১৫০ সেমি পর্যন্ত উচ্চতার হতে পারে।