বাংলাদেশে আসছেন 'কুরুলুস উসমান' সিরিজের নায়ক বুরাক
তুরস্কের সাড়া জাগানো সিরিজ দিরিলিস আরতুরুলের পর নির্মাণ করা হয় আরেকটি সিরিজ ‘কুরুলুস উসমান’। বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায় এই সিরিজ দুটি। বাংলাদেশেও সমান জনপ্রিয়তা পায়। এখন কুরুলুস উসমানের বাংলাদেশি ফ্যানদের জন্য আসছে আনন্দের খবর। এই সিরিজের প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। আর বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিওবার্তায় তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।
জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন,তা এখনো জানানো হয়নি।
প্রসঙ্গত, উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক অ্যাজিভিট। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত-অনুসারীর সংখ্যা অনেক।