এবার ওয়েবফিল্মে দেখা যাবে ছোটপর্দার অভিনেত্রী সারিকা'কে
ছোটপর্দার জনপ্রিয় মুখ সারিকা সাবরিন। বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে নাট্যজগতে আসা। একসময় নিয়মিত ছিলেন নাটকে। তবে মাঝে ব্যক্তিগত কারণে ছিলেন বিরতিতে। সম্প্রতি আবারও সরব হয়েছেন অভিনয়ে। আর এবার জানা গেল, সিনেমার নায়িকা হয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
নির্মাতা রায়হান রাফির ‘নিখোঁজ’ সিনেমায় অভিনয় করেছেন সারিকা। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। দেখিয়েছেন তার চরিত্রের লুক।
অন্যদিকে রায়হান রাফি জানালেন, ইতোমধ্যেই শেষ হয়েছে এর কাজ। তিনি বর্তমানে চীনে আছেন। সেখান থেকেই বলেন, বেশ কিছুদিন হলো আমরা ছবিটির কাজ শেষ করেছি। এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে আছেন সারিকা। ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডাসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।
সারিকা জানান, এটা আসলে পারিবারিক টানাপোড়েনের গল্প। এই সময়ের নারীদের সংগ্রামের গল্প। যেকোনো নারী এই গল্পে নিজেকে খুঁজে পাবেন।
সিনেমার শুটিংয়ের আগে টানা মহড়াও চলেছে বলে জানালেন এই অভিনেত্রী। জানা গেছে, ওয়েব ফিল্মটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্মে।