জনপ্রিয়তার তুঙ্গে থাকা ইন্দোনেশিয়ান হরর এখন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ১২:২৯ PM

ভৌতিক সিনেমার ভক্তদের কাছে ইন্দোনেশিয়ান হরর এখন বিশেষভাবে জনপ্রিয়। আর এই ধারার অন্যতম সফল নির্মাতা হাদ্রা দায়েং রাতু—যিনি ২০১৯ সালের মাকমুম এবং ২০২৩ সালের সিজ্জিন চলচ্চিত্রের মাধ্যমে ইন্দোনেশিয়া ও মুসলিম প্রধান দেশগুলোতে ব্যাপক আলোচনায় আসেন।

তার নির্মিত প্রতিটি সিনেমায় থাকে গা-ছমছমে ভয়, গভীর উত্তেজনা আর অজানার রোমাঞ্চ। সেই ধারাবাহিকতায় এবার এসেছে তার নতুন সৃষ্টি কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন (The Book Of Sijjin And Illiyyin)। গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তির পর থেকেই ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। পরে ২৫ সেপ্টেম্বর এটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায়।

বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর। শুক্রবার (৩১ অক্টোবর) থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে ছবিটি। এতে অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবীসহ ইন্দোনেশিয়ার জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

এই সিনেমাটি সাধারণ হরর গল্পের চেয়ে ভিন্ন এক আধ্যাত্মিক ও অন্ধকার জগতে প্রবেশ করায়। ধর্মীয় বিশ্বাস, মানব-পাপ এবং ভয়ংকর প্রতিশোধের এক আখ্যান নিয়ে গড়ে উঠেছে ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ এর গল্প। কেন্দ্রীয় চরিত্র ইউলি, তার পরিবারের ওপর হওয়া দীর্ঘদিনের অপমানের প্রতিশোধ নিতে কালো জাদুর পথ বেছে নেয়। 

ইসলামী ধারণা থেকে নেওয়া ‘সিজ্জিন’ (জাহান্নাম) এবং ‘ইল্লিয়িন’ (জান্নাত)-এর মোটিফগুলো এখানে প্রতীকীভাবে ব্যবহৃত হয়েছে, যা মানবাত্মার পরিণতি এবং কর্মফলকে নির্দেশ করে। 

ধর্মীয় বিষয়বস্তু এবং প্রতিশোধের মিশেল থাকার কারণেই এই নির্মাতার সিনেমাগুলো মুসলিম দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পরিচালক হাদ্রা দায়েং রাতু এই ছবির জন্য কানাডার ফ্যান্টাসিয়া উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারও অর্জন করেছেন।