দল ঘোষণার ৪০ মিনিটেই স্থগিত বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৫:৩৫ PM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিজ্ঞ খেলোয়াড় রুপালীকে অধিনায়ক করে নারী কাবাডি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল কাবাডি ফেডারেশন। দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পর, বিকেল ৩টা ১০ মিনিটে ভারত থেকে একটি ই-মেইল আসে ফেডারেশনের কাছে। এতে জানানো হয়, আগামী ৩ থেকে ১৩ আগস্ট হায়দরাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, 'সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই আমরা মেইল পাই। তারা চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অংশগ্রহণকারী দলগুলোর কন্টিনজেন্ট তালিকার ক্লিয়ারেন্স পেতে বিলম্ব হওয়ায় এই টুর্নামেন্ট স্থগিত করার কারণ হিসেবে দেখিয়েছে। টুর্নামেন্টের পরবর্তী সময় শীঘ্রই অবহিত করবে।' সংবাদ সম্মেলনের সময়ে চাইনিজ তাইপে ও আরো দুই-একটি দেশের ভিসা জটিলতার বিষয়টি সাধারণ সম্পাদক বলছিলেন। বাংলাদেশের আগামীকাল ভিসা আবেদনের করার কথা ছিল। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সেটা আর প্রয়োজন পড়বে না।

বিশ্বকাপের মতো আসর স্থগিত হওয়া খেলোয়াড়দের জন্য বেশ হতাশার। বিশ্বকাপ স্থগিত হলেও ক্যাম্প-অনুশীলন চালিয়ে যাবে ফেডারেশন, 'বিশ্বকাপ স্থগিত হয়েছে এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। আমরা আমাদের অনুশীলন কার্যক্রম চালিয়ে যাব। কাবাডির মান উন্নয়নে অনুশীলনের বিকল্প নেই।'

কাবাডি বিশ্বকাপে দল ঘোষণা ছাড়াও জাতীয় কাবাডি, গোপালগঞ্জে কাবাডি কমপ্লেক্স, বর্ষপঞ্জি নিয়েও সংবাদ সম্মেলনে আলোচনা হয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত ক্রীড়াপঞ্জি ঘোষণা করেছে। ক্রীড়াপঞ্জিতে জাতীয় পর্যায়ে দশটি ইভেন্ট রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আগামী এক বছরে বাংলাদেশ সাতটি ইভেন্টে অংশ নেবে। এ ছাড়া প্রশিক্ষণ ক্যাম্পের চারটি ইভেন্ট থাকছে। প্রথমবারের মতো কাবাডি খেলোয়াড়রা পাবেন মাসিক বেতন। প্রাথমিকভাবে বাহরাইনে অনুষ্ঠিতব্য ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৮ কাবাডি দলের ২০ জন সদস্যকে এই মাসিক বেতনের আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে ছেলেদের কাবাডি দলের খেলোয়াড়দেরও মাসিক বেতনের আওতায় আনা হবে। মাসিক বেতনের পাশাপাশি খেলোয়াড়দের ইন্স্যুরেন্সের আওতায় এনেছে ফেডারেশন। পপুলার লাইফ ইন্স্যুরন্সে কাবাডি খেলোয়াড়দের ইনজুরি-স্বাস্থ্যগত বিষয়ে সহাতয়া করবে।

'তারুণ্যের উৎসব'কে সামনে রেখে দেশের সব জেলার অংশগ্রহণে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপকে আটটি জোনে ভাগ করা হয়েছে, প্রতিটি জোনে রয়েছে আটটি করে জেলা। জোনগুলোর নামকরণ করা হয়েছে বাংলাদেশের প্রধান নদ-নদীর নামে : পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, রুপসা, ধানসিঁড়ি, সুরমা এবং মধুমতি।

পদ্মা জোন দিয়ে জোনাল পর্যায়ের খেলা শুরু হবে এবং মধুমতি জোন দিয়ে তা শেষ হবে। প্রতিটি জোনের খেলার জন্য নির্দিষ্ট ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পদ্মা জোনের বগুড়া জেলা, তিস্তা জোনের রংপুর জেলা, ব্রহ্মপুত্র জোনের টাঙ্গাইল জেলা, কর্ণফুলী জোনের কুমিল্লা জেলা, রুপসা জোনের যশোর জেলা, ধানসিঁড়ি জোনের বরিশাল জেলা, সুরমা জোনের সিলেট জেলা ও মধুমতি জোনের গোপালগঞ্জের বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমি। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে হবে আন্তজেলা চ্যাম্পিয়নশিপ। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনুকূলে লিজ প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বরাদ্দকৃত গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে রয়েছে ইনডোর জিমনেশিয়াম, সুইমিংপুল, হোস্টেল, দুটি খেলার মাঠ। ১২ একর জমির উপর প্রস্তাবিত কাবাডি কমপ্লেক্সে থাকবে পরিপূর্ণ একাডেমিক কার্যক্রম। বিভিন্ন বয়সভিত্তিক দল ছাড়াও পুরুষ ও নারী জাতীয় দলের অনুশীলন সুবিধা। ফিটনেস ট্রেইনার, রেফারিজ, কোচেস এবং অন্যান্য টেকনক্যিাল কার্যক্রম পরিচালিত হবে এ কমপ্লেক্সে। দ্রুততম সময়ের মধ্যে পুরো কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের পর শুরু করা হবে প্রস্তাবিত কাবাডি কমপ্লেক্স।