খাদ্য সঙ্কটে সেন্ট মার্টিন দ্বীপবাসী

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৯:৩৫ AM

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা তিনদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে।

শনিবার (২৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন।

জানা যায়, নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুট বেড়ে যায়। সেই সঙ্গে ঢেউয়ের ধাক্কায় চরের পাশে থাকা বাড়িঘরে পানি ঢুকে পড়ে। গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, ৩ দিন ধরে নৌযান চলাচল বন্ধ। টেকনাফ থেকে কোনো পণ্য দ্বীপে আসতে পারছে না। সেজন্য বাজারে খাদ্য সংকট দেখা দিয়েছে। সেন্টমার্টিন থেকে পারিবারিক কাজে টেকনাফ ও কক্সবাজার শহরে গিয়ে আটকা পড়েছেন দুই শতাধিক মানুষ।

এ দিকে সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, টেকনাফ নৌঘাট থেকে কোনো সার্ভিস ট্রলার, যাত্রী কিংবা নিত্যপণ্যের মালামাল দ্বীপে যেতে পারছে না। বৈরী আবহাওয়ার কারণে সাগর খুব উত্তাল। সেজন্য উপজেলা প্রশাসন থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল করতে পারবে।