নতুন প্রেমের ক্ষেত্রে যে ভুল করা যাবে না

সম্পর্কের শুরুতে আবেগে ভেসে যাওয়ার প্রবণতা থাকে সবচেয়ে বেশি। দীর্ঘদিনের পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠলে আবেগ অনেকটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু হঠাৎ করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়লে আবেগ সামলানোটা হয়ে ওঠে চ্যালেঞ্জিং।
অল্প সময়ে গড়ে ওঠা সম্পর্কে একে-অন্যের অনেক কিছুই অজানা রয়ে যায়। এ সময় যদি আবেগকে নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে ভবিষ্যতে পস্তানোর আশঙ্কা থেকেই যায়।
তাই এমন পরিস্থিতিতে কোন কোন কাজ একেবারেই এড়িয়ে চলা উচিত—তা নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে ‘এই সময়’।
অতীত জানানো: প্রত্যেকের জীবনেই একটা অতীত থাকে। সঙ্গীকে অতীতের ব্যাপারে জানানোও দোষের নয়। কারণ সম্পর্কে স্বচ্ছতা প্রয়োজন। তা ছাড়া পরস্পরের অতীত জানা থাকলে, ভুল বোঝাবুঝিও কম হবে। কিন্তু সম্পর্কের শুরুতেই এই ভুলটা করলে চলবে না। সব কিছুরই নির্দিষ্ট একটা সময় রয়েছে। সম্পর্কের ভিত শক্তিশালী এবং মজবুত না হলে, অতীতের বিষয়ে জানানো ঠিক হবে না। তাতে সম্পর্কের মেয়াদ অল্পতেই শেষ হয়ে এলে, পরে অন্য কোনও সমস্যা হতে পারে।
আগামীর ভাবনা: সম্পর্কের পরিণতি পাক, সবাই সেটা চান। ভালোবাসার মানুষটির থেকে দূরে যাওয়ার যন্ত্রণা কেউ চান না। একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে সম্পর্ক এগোয়। তবে প্রেমের শুরুতেই ভবিষ্যৎ পরিকল্পনা না করাই ভালো। কারণ সঙ্গীকে ভালো করে না চিনে, তার সঙ্গে ঘর বাধার স্বপ্ন দেখা বোকামি। আগে যাচাই করে নেওয়া জরুরি, ভালোবেসেছেন মানেই তিনি আদৌ জীবনসঙ্গী হওয়ার যোগ্য কিনা।
রাতদিন কথা: প্রেম হলে একে-অন্যের সঙ্গে সারাক্ষণ জুড়ে থাকতে ইচ্ছা করে। তাই ফোনের কথার আদানপ্রদান থেকে মেসেজের বিনিময়, সবই চলতে থাকে। না, এটা দোষের নয়। তবে প্রথম দিকে এত ঘন ঘন যোগাযোগ না রাখাই ভালো। কারণ এতে অভ্যাস হয়ে যায়। উল্টোদিকের মানুষটিকে কি আদৌ অভ্যাসে রাখা যায় কিনা, সেটা ভেবে দেখুন।