রাজউকের প্রধান নগর স্থপতি হলেন মোস্তাক আহমেদ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর স্থপতি পদে নিয়োগ পেয়েছেন মোস্তাক আহমেদ । আজ সোমবার (২২ জানুয়ারি) রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি নগর স্থপতির দায়িত্বে ছিলেন।
প্রসঙ্গত, পরিকল্পিত নগরায়নের দায়িত্বে থাকা রাজউকের একটু গুরুত্বপূর্ণ চেয়ার হচ্ছে প্রধান নগর স্থপতি। এবার কর্তৃপক্ষের ০২/২০২৪তম সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘ সময় ফাঁকা থাকা এ পদে দায়িত্ব পেলেন তিনি।
উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে। এর পূর্বনাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)।