কোন কোন পেশায় ডিভোর্স বেশি?

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ PM

বিবাহ একটি ধর্মীয়, সামাজিক ও আইনগত বন্ধন, যা ভালোবাসা, বোঝাপড়া ও দায়িত্বের ভিত্তিতে গড়ে ওঠে। কিন্তু কাজের চাপ, অন্যের সঙ্গে ঘনিষ্ঠতা, পরকীয়াসহ নানা কারণে বিশ্বব্যাপী বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান ডিভোর্স ডটকম-এর সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে, কিছু নির্দিষ্ট পেশার মানুষের মধ্যেই বিচ্ছেদের প্রবণতা সবচেয়ে বেশি।

যেসব পেশায় ডিভোর্সের হার বেশি-

বারটেন্ডাররা
তালিকার শীর্ষে আছেন তারা। রাতের কাজ, গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠতা ও জীবনযাপনের ধরনই এ পেশায় ডিভোর্স বাড়ায়।

অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্টরা
পেশাগত কারণে তাদের দাম্পত্য জীবনে অনিরাপত্তা, ঈর্ষা ও প্রতারণার অভিযোগ বেশি থাকে।

উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা
মানসিক চাপ, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা ও সঙ্গীর একাকিত্ব সব মিলিয়ে সম্পর্ক টেকে না।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা
রোগীকে অগ্রাধিকার দিয়ে সঙ্গীকে সময় দিতে না পারা তাদের দাম্পত্য সম্পর্কে ফাঁক তৈরি করে।

ক্যাসিনো ও গেমিং সার্ভিসেস ওয়ার্কাররা
জুয়ার পরিবেশ ও জীবনযাপনের ধরন বৈবাহিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।

ফ্লাইট অ্যাটেনড্যান্টস
আকর্ষণীয় চাকরি হলেও ক্রমাগত ভ্রমণ, মানসিক চাপ ও পরিবার থেকে দূরে থাকা সম্পর্ক ভাঙনের কারণ হয়।

ব্যালে ডান্সাররা
কঠোর পরিশ্রম, শারীরিক সমস্যা, শরীর নিয়ে হীনম্মন্যতা ও মানসিক চাপ তাদের দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

উল্লেখ্য, গবেষণায় দেখা গেছে, যেসব পেশায় মানসিক চাপ, সময়ের অভাব, দীর্ঘ দূরত্বে থাকা বা অনিরাপত্তাবোধ বেশি সেই পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হারও তুলনামূলকভাবে বেশি।