নির্বাচনের দিনেও স্বাভাবিক নিয়মে চলবে মেট্রোরেল
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল ছাড়া আরও চার ধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে নির্বাচনের দিনও স্বাভাবিক থাকবে মেট্রোরেল চলাচল। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে।
আজ শনিবার (৬ জানুয়ারি) ডিএমটিসিএল জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমটিসিএল জানায়, নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। এটি বন্ধের সিদ্ধান্ত হয়নি। এখন রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলছে। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলছে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত।
এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান জানান, ভোটের দিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না। তবে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।