ঘন কুয়াশার কারণে শাহজালালের ২ ফ্লাইট নামলো কলকাতায়
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যথাসময়ে অবতরণ করতে পারেনি ২টি যাত্রীবাহী ফ্লাইট। পরে এ দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।
মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত ২টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল আটটায় ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।
এর আগে সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতেও প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এ সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে এর মধ্যে ৮টি বিমান কলকাতায় অবতরণ করে।