সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন
২৮ অক্টোবর থেকে দশমবারের মতো বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু আজ। এর ফলে নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক থাকবেন বিজিবি সদস্যরা।
অবরোধের প্রথম দিনে রাজধানী খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া সকাল থেকে জনজীবন অনেকটাই স্বাভাবিক। অন্যান্য দিনের তুলনায় নগরের মানুষজনের উপস্থিতিও বেশি। গণপরিবহনের চলাচলও মোটামুটি স্বাভাবিক।
অবরোধ ঘিরে সকালে সড়কে গণপরিবহন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়ছে। রাজধানীর বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ-হরতালে সারাদেশে ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আগুন লাগায় দুর্বৃত্তরা।