নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কী বললেন উপদেষ্টা আসিফ?

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ১১:৩৫ AM

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা- এ বিষয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। 

সোমবার (৩ নভেম্বর) দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানান ক্রীড়া উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনে অংশগ্রহণ করলে ঢাকা-১২ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করব।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি। এছাড়াও কয়েকটি আসনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক প্রার্থী তালিকাও জানা গেছে।