গণপূর্ত মন্ত্রণালয়
প্লট ও ফ্ল্যাটের নামজারি-হস্তান্তরে বিদ্যমান প্রথা বাতিলের প্রস্তাব নাকচ করেছেন প্রধান উপদেষ্টা
-1150959.jpg?v=1.1)
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন প্লট ও ফ্ল্যাটের নামজারি, হস্তান্তর, বন্ধক অনুমতি, পুনর্নির্মাণ, পুনঃবরাদ্দ ও খণ্ডভূমি বরাদ্দের বিদ্যমান প্রথা বাতিলের প্রস্তাব নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে গত কয়েক মাস টানা সভা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হলে তিনি তা নাকচ করে দেন।
এ বিষয়ে গত ১২ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ এক পত্র প্রেরণ করে। এতে জানানো হয়, উদ্যোক্তা মন্ত্রণালয়ের অনুরোধে বিষয়টি আলোচ্যসূচি থেকে প্রত্যাহার করা হয়েছে। আর এ বিষয়ের সিদ্ধান্ত অনুমোদন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এর ফলে এসব কার্যক্রমে বিদ্যমান প্রক্রিয়াই বহাল থাকছে।
এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।