আগুনে নিহত ৯, বাড়তে পারে হতাহতের সংখ্যা

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন, নিরাপত্তার কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবুও ভবনের আশপাশে ভিড় করছেন উৎসুক জনতা।
বিকেল ৫টার দিকে নতুন করে চারটি অ্যাম্বুলেন্সকে ভবনের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। তবে ফায়ার সার্ভিস বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি কেন এই অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে ঢুকেছে। উপস্থিত স্বজন ও স্থানীয়দের ধারণা, ভেতরে আরও মরদেহ উদ্ধার হতে পারে।
এর আগে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত আমরা ৯ জনের মরদেহ পেয়েছি। আমরা ধারণা করছি কেমিক্যাল গোডাউনে যখন আগুন লাগে, তখন বিস্ফোরণের ফলে বিষাক্ত গ্যাস বের হয়ে তাদের মৃত্যু হয়েছে। আমাদের প্রথম যে ইউনিটগুলো এসেছিল সেখানে যে ফায়ার ফাইটাররা ছিলেন তারা আমাদের জানিয়েছেন তারা এসে প্রথমে দেখেছেন অনেকেই ভবন থেকে বের হয়ে যেতে পেরেছে। তারা (যারা মারা গেছেন) হয়তো বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাসের কারণে বের হতে পারেননি এবং ঘটনস্থলে মারা যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ আমরা বিস্তারিত তদন্ত করে জানতে পারবো।
তিনি বলেন, তবে আমাদের অপারেশন এখনো চলমান। ভেতরে এখনও আগুন জ্বলছে। ভবনটি অনেক ঝুঁকিপূর্ণ। সে কারণে ফায়ার ফাইটারদেরও আমরা ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছি না। ওই ভবনে আমরা মানুষবিহীন প্রযুক্তি ব্যবহার করে আপাতত কার্যক্রম পরিচালনা করছি। আমরা সবাইকে বলবো ওই ভবন থেকে ন্যূনতম ৩০০ গজ দূরে থাকবেন। আমরা সবাইকে বলছি যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা যেন কোনোভাবেই ভেতরে প্রবেশ করার চেষ্টা না করেন।
আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায় না।
কেমিক্যাল গোডাউনের মালিক বা কোনো কর্মচারীকে পাওয়া গেছে কি না প্রশ্ন করা হলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, গোডাউনের মালিকপক্ষ বা ওইখানে কর্মরত কাউকে আমরা খুঁজে পায়নি। পুলিশ ও সেনাবাহিনী তাদের খুঁজছে কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না।
গোডাউনটির অনুমোদন ছিল কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, গোডাউনটি দেখে বোঝা গেছে এটির হয়তো অনুমোদন নেই। তবে এই বিষয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যাচাই-বাছাইয়ের পর।