অধ্যাপক আলী রীয়াজ
'দুটি বড় বিষয়ে ঐকমত্য হয়েছে'

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, দুটি বড় বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের নবম দিনের আলোচনার পর তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, "রাজনৈতিক দলগুলোর সাথে আজকের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সম্পর্কিত বিধান এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে৷ বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে৷ রাজনৈতিক দলগুলো সংবিধানের ৪৯ নং অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজনীয়তা অনুধাবন করেছে৷"
বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সম্পর্কিত বিষয়ের অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। বলেন, "রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে। প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। অর্থাৎ হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠার ব্যাপারে ঐকমত্য হয়েছে। এ বিষয়ে সুস্পষ্টভাবে সংবিধানের ১০০ নং অনুচ্ছেদের পরিবর্তন হবে।"
জাতীয় ঐকমত্য কমিশন আগামী ৭ জুলাই আবারও বৈঠকে বসবে।