নুরকে রাষ্ট্রপতির ফোন, যে কথা হলো

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৭ মিনিটে তিনি সরাসরি ফোনে নুরের খোঁজখবর নেন এবং প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতি নুরের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র নিন্দা জানান। তিনি বলেন,“এই জঘন্য হামলায় যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”এ তথ্য জানিয়েছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ অন্তত ৫০ জন আহত হন। নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে,চোখে রক্তজমাট,মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে

ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে নুরের চিকিৎসা চালিয়ে যাচ্ছে