চাকরিচ্যুত হলেন 'প্রধান উপদেষ্টার কাউন্টডাউন শুরু' বলা সেই ম্যাজিস্ট্রেট

অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বর্তমানে সহকারী সচিব (ওএসডি) পদে থেকে সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।
আজ বুধবার (২ জুলাই) বিভাগীয় মামলার প্রক্রিয়ায় তাকে ‘চাকরি থেকে বরখাস্ত’ গুরুদণ্ড প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, 'গত বছরের ৬ অক্টোবর তিনি নিজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩(খ) মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন। তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।'
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, পারিপার্শ্বিকতা এবং বিভাগীয় মামলার নথি পর্যালোচনা তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিধিমালা অনুযায়ী ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করার প্রস্তাবে একমত পোষণ করে কর্তৃপক্ষকে সেই অনুযায়ী পরামর্শ দেয়। পরে রাষ্ট্রপতিও তাকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড অনুমোদন করেন।
এর আগে, গত ৮ অক্টোবর কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক শহীদ আবু সাঈদ এবং অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ।
তাপসী তাবাসসুম গত ৫ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই’।
এছাড়াও প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, "আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে স্যার।"